Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

বোরো ধান সংগ্রহে ব্যস্ত গ্রাম বাংলার কৃষক


নাজমুল আমিন, ব্যুরো প্রধান ময়মনসিংহ | আপডেট: ১২:১৫, মে ০৩, ২০২১
 
 
 
 


প্রচন্ড  গরম। মাঠে মাঠে দোলছে সোনালী পাকা ধান । এখন শুরু হয়েছে বোরো ধান কাটা । বৈশাখ মাসে বোরো ধান ঘরে তুলার ধুম চলছে গ্রাম বাংলার ঘরে ঘরে । কৃষকের পাশাপাশি ব্যস্ত রয়েছেন কৃষাণীরাও ।  ভরপুরে চলছে  বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ। বড়দের পাশাপাশি ছোটরাও উৎসাহিত হয়ে মাঠ থেকে বাড়িতে কাধে করে ধানের ভার নিয়ে যাচ্ছে। নবান্নের আমেজে বোরো ধান কাটার ধুম লেগেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ছোট বারই হাটি গ্রামে । ধান কাটা-মাড়াই কাজ চলছে পুরোদমে। মাঠের সোনালি ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের চাষিরা ।ধান কেটে আঁটি বেঁধে অনেকেই কাঁধে করে, আবার অনেকেই বিভিন্ন যানবাহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন । বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। এসব ধান নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা তেমনি আনন্দও রয়েছে প্রচুর। অনেকের বাড়িতে চলছে ভাঁপা পুলি, তেল পিঠা, নাড়ু ও মুড়ির মুখরোচক খাবার তৈরির কাজ ।