Quantcast
  • বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ০২ ডিসেম্বর ২০২০

আইপিএলের বাকি আর ৫৭ দিন


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৬:০৬, জুলাই ২৪, ২০২০
 
 
 
 


টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হতেই আইপিএলের তোড়জোড় শুরু হয়ে গেছে। আগেই জানা গিয়েছিল যে, এবার টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতেই হতে যাচ্ছে। এবার ঠিক হয়ে গেল দিন-তারিখ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্বখ্যাত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ত্রয়োদশ আসর বসবে বলে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। আবুধাবি, দুবাই ও শারজাহ- এই তিন ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা চলছে।

আইপিএল গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে নভেম্বরের আট তারিখে। ৫১ দিনব্যাপী এই সময়সীমা সকল ফ্র্যাঞ্চাইজি ও তাদের ব্রডকাস্টার, শেয়ারহোল্ডারের জন্য যথোপযুক্ত হবে।’নতুন সময়ে এবারের আইপিএল চলবে ৫১ দিন ধরে। ফাইনাল হবে ৮ নভেম্বর। চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করার জন্য আইপিএলের পরিচালনা পর্ষদ আগামী সপ্তাহে সভায় বসবে বলে জানা গেছে। এর মধ্যেই আইপিএলের ৮টি ফ্র্যাঞ্চাইজিকে এই ব্যাপারে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। আইপিএল শেষে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। অস্ট্রেলিয়া সরকারের নিয়মানুযায়ী ভারত যখন অস্ট্রেলিয়ায় যাবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।