Quantcast
  • বৃহস্পতিবার, ১৫ মাঘ ১৪২৭, ২৮ জানুয়ারি ২০২১

এবার সাকিব আল হাসানের বাবা করোনায় আক্রান্ত


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৮:৪৮, জুলাই ১৯, ২০২০
 
 
 
 


ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা খবরটি নিশ্চিত করেছেন।সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, স্ত্রী-কন্যার কাছে। তার বাবা মাশরুর রেজা কুটিল সাংবাদিকদের বলেন, গত বুধবার থেকে আমার শরীরে জ্বর, সর্দিসহ কিছু উপসর্গ দেখা দেয়। শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। রবিবার  করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে। তবে আমি এখন সুস্থ আছি। মাগুরা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাসের অধীনে বাড়িতে থেকে আমি চিকিৎসা নিচ্ছি। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজাসহ আটজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মাশরুর রেজা মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।