Quantcast
  • রবিবার, ১০ কার্তিক ১৪২৭, ২৫ অক্টোবর ২০২০

ঈদের নাটকে মনোজ ও টয়া


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৭:০৩, জুলাই ২১, ২০২০
 
 
 
 

 
আর মাত্র অল্প কিছু দিন পরেই উদযাপিত হবে পবিত্র ঈদ-উল আযহা । ঈদের জন্য নির্মিত একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও মুমতাহিনা টয়া। নাটকের নাম ‘হ্যালো জিনিয়াস’।এটি রচনা করেছেন মুরাদ আহমেদ ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মনোজ বলেন, ‘নাটকের গল্প খুব চমৎকার। হিমির সঙ্গে এটাই আমার প্রথম কাজ।টয়ার সঙ্গে এর আগেও বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে কাজ করেছি। আশা করছি এ নাটকেও আমাদের দুজনের অভিনয় ভালো লাগবে দর্শকের।’ টয়া বলেন, ‘খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটি আগামী ঈদে আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।