Quantcast
  • বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪২৭, ২১ জানুয়ারি ২০২১

প্রসূনের অন‌্য পরিচয়


সাতকাহন ডেস্ক | আপডেট: ০৭:০১, অগাস্ট ২০, ২০২০
 
 
 
 


বোরকার বিজ্ঞাপনে বিনাপারিশ্রমিকে মডেল হতে চাই—কয়েক মাস আগে ফেসবুকে এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ। এরপর তেমন কোনো সাড়া-শব্দ মেলেনি তার।দীর্ঘ দিন ধরে অভিনয় থেকেও দূরে রয়েছেন প্রসূন আজাদ। এবার নতুন পরিচয়ে ফিরলেন তিনি। তবে অভিনয় সংশ্লিষ্ট কিছু নয়। বরং ব‌্যবসায়ী পরিচয়ে চলতি মাসের শুরুতে আত্মপ্রকাশ করেন প্রসূন।অনলাইনে কাপড়ের দোকান দিয়েছেন এই অভিনেত্রী। যার নাম: প্রসূন আজাদ.শপ! এখানে ছেলে-মেয়েদের টিশার্ট, টপস, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে প্রায় সব ধরণের পোশাক পাওয়া যাচ্ছে। আর এটি প্রসূন নিজেই পরিচালনা করছেন।প্রসূন আজাদ বলেন—এই ব্যবসায় পুঁজি কম লাগে, তাই নেমে পড়লাম। করোনার কারণে এখন তো ঘরেই থাকতে হচ্ছে! আর সময়টা এ কাজে ব‌্যয় করছি। বাজার থেকে লট ধরে পোশাক কিনে এনে অনলাইনে সাজিয়ে রাখছি।২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয় করেন প্রসূন। পরবর্তীতে এ পরিচালকের সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। যদিও মডেলিং ও অভিনয়ে বেশি সময় দিয়েছেন। নাটক-টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন প্রসূন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সর্বনাশা ইয়াবা’।