Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

কৃতি খারবান্দার ভিডিও ভাইরাল


সাতকাহন ডেস্ক | আপডেট: ২১:০৮, নভেম্বর ১২, ২০২০
 
 
 
 


বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দার পোল ডান্সের ভিডিও ভাইরাল হলো। মালাইকা আরোরা, জ্যাকলিন ফার্নান্দেজস পোল ডান্সের জন্য জনপ্রিয় বলিউডে। সেই তালিকায় যুক্ত হল এবার কৃতির নাম। কালো রঙের শর্টস পরে কৃতি যখন পোল ডান্স শুরু করেন, তা দেখে চোখ প্রায় ছানাবড়া হয়ে যায় তার ভক্তদের।এক নাগাড়ে পোল ডান্স করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এদিকে সম্প্রতি ম্যালেরিয়ায় আক্রান্ত হন কৃতি। ওয়েব সিরিজ তাইশ মুক্তির পরই কৃতি জানান, তিনি ম্যালেরিয়ার আক্রান্ত। করোনাকালে সাবধান থেকেও কৃতি যখন ম্যালেরিয়ায় আক্রান্ত হন, তখন কোনোভাবেই ঘর থেকে বের হবেন না বলে স্পষ্ট জানান এই অভিনেত্রী