Quantcast
logo
Print now

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসছে আগামী ৮ ফেব্রুয়ারি।এতোদিন পর্যন্ত ব্যবহারকারীর ডেটা নেওয়ার বিষয়ে ফেইসবুকের বেশ রাখ ঢাক ছিলো। পলিসি পরিবর্তনের মাধ্যমে প্রকাশ্যেই তারা জানালো অ্যাকাউন্ট চালাতে হলে ডেটাও দিতে হবে। ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ও ফেইসবুকের ডেটাও তাদের হাতে থাকবে। এতোদিন পর্যন্ত ডেটা শেয়ারের বিষয়টি অপশনাল ছিল। এবার তা বাধ্যতামূলক করা হচ্ছে।তবে ডেটা নিলেও হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের তথ্য সুরক্ষিতই থাকবে। ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্ট, লোকেশন ও ফাইন্যান্সিয়াল তথ্য, ডেটা খরচের পরিমাণ ফোনের ইউনিক আইডেন্টিফাই নম্বর নেবে ফেইসবুক।বিজ্ঞাপন থেকে গত গত বছরের তৃতীয় প্রান্তিকে ফেইসবুক আয় করে ২১.৫ বিলিয়ন ....