Quantcast
  • বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪২৭, ২১ জানুয়ারি ২০২১

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক


সাতকাহন ডেস্ক | আপডেট: ২১:৩০, নভেম্বর ২৪, ২০২০
 
 
 
 

 
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে প্রতিমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।এরপর ফরিদুল হক পৃথকভাবে গোপনীয়তার শপথও নেন।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ছিলেন অনুষ্ঠানে।করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত করা হয় শপথ গ্রহণের অনুষ্ঠান।