Quantcast
  • রবিবার, ৪ মাঘ ১৪২৭, ১৭ জানুয়ারি ২০২১

শ্রীপুরে লবলং পাড়ে শরতের কাশবন


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৩:৪১, সেপ্টেম্বর ২৯, ২০২০
 
 
 
 

এখন শরৎকাল । বদলে গেছে প্রকৃতি । এ করোনাকালে সবুজের দোলাচল মাঝে  সাদা কাশবন যেন সেজে উঠেছে শরৎবরণে । নাগরিক কোলাহলের রাস্তার পাশে চোখজুড়ানো শান্তি ও স্নিগ্ধতার প্রতীক হচ্ছে সাদা । তাই প্রকৃতি প্রেমি সাদা মনের মানুষগুলো ভীর জমাচ্ছে  শরতের কাশবনে। গতকাল শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী  লবলং পাড় থেকে তোলা ছবি ।   শরতের শুভ্র আকাশের নিচে দুলে ওঠা কাশবনে কাশফুল সংগ্রহে  মেতে উঠেছে ছেলে বুড়ো সকলেই । ছবিটি গাজীপুর সদর এলাকা থেকে তোলা ।  


কাশবনের ভেতরে ঢুকে কাশফুল সংগ্রহে মেতে উঠেছে কয়েকজন যুবক । ছবিটি শ্রীপুরের পাথারপাড় এলাকা থেকে তোলা ।