Quantcast
  • শুক্রবার, ১৫ মাঘ ১৪২৮, ২৮ জানুয়ারি ২০২২

পান্নার খনি ধসে মিয়ানমারে নিহত ৫০


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৩:৪৩, জুলাই ০২, ২০২০
 
 
 
 


বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়।  মিয়ানমারে এ খনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় অবস্থিত  পান্নার খনি ধসে এ নিহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে কিছু খবর বলছে, আরো অনেক বেশি মানুষ সেখানে চাপা পড়ে আছে।ফায়ার সার্ভিস বলছে, প্রচুর বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।