Quantcast
logo
Print now

করোনাভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। আগামী মাসে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এতে মহান রবের নৈকট্য লাভের আশায় কোরবানি দেন মুসলমানরা। চলমান করোনায় বিপাকে পড়বেন কোরবানি দেয়া দেশের এসব মধ্যবিত্ত শ্রেণী। যারা কয়েকজন মিলে (শেয়ার) কোরবানি দেন। করোনার কারণে এ শ্রেণীর সবচেয়ে বিপাকে থাকায় অনেকেই চলতি বছর কোরবানি দিতে পারবেন না। এতে কোরবানির পশু বিক্রি কমে যেতে পারে। এতে পর্যাপ্ত গরু থাকার পরও দাম পাবে না খামারিরা। এমন উদ্বেগের মধ্যে কোরবানিযোগ্য পশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশের গরু খামারি, প্রান্তিক পর্যায়ের কৃষক। যদিও ....