Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

পোস্টমেটসের ১৮৫ কর্মী ছাঁটাই


সাতকাহন ডেস্ক | আপডেট: ২৩:৪১, জানুয়ারি ২৫, ২০২১
 
 
 
 


উবারের মালিকানাধীন পোস্টমেটসের প্রায় ১৮৫ জন কর্মী ছাঁটাই করা হয়েছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ। প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অধিকাংশ নির্বাহীকে কোম্পানি ছাড়তে হচ্ছে, নিউ ইয়র্ক টাইমসের কাছে এমনটাই স্বীকার করেছে উবার।জানা গেছে, অনেকের চুক্তি শেষ হওয়ায় এবং অন্যদেরকে চাকরি ছেড়ে দেয়ার চাপ প্রয়োগ করায় সামনের মাসে আরও অনেক কর্মীর ছাঁটাই দেখা যাবে।সম্প্রতি অধিগ্রহণ শেষে উবারের ইটস প্লাটফর্মের সাথে পোস্টমেটসের মেলবন্ধনের পর এই সিদ্ধান্ত নিয়েছে উবার। যদিও পোস্টমেটস আলাদা অ্যাপ হিসেবে পরিচালিত হবে, তবে এতে উবার ইটসের প্রযুক্তি ব্যবহার করা হবে।বর্তমান পরিস্থিতিতে উবারের এই ছাঁটাই প্রক্রিয়া মোটেও আশ্চর্যের নয়। এছাড়া মহামারি শুরুর আগে থেকেই উবার তাদের খরচ কমানোর নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। সম্প্রতি উবার তাদের নিজস্ব সেলফ ড্রাইভিং কার এবং ফ্লায়িং ট্যাক্সি ডিভিশনকে অপ্রত্যাশিত দামে বিক্রি করে দিয়েছে।