Quantcast
  • বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৩ ডিসেম্বর ২০২০

চেক রিপাবলিক অ্যাপার্টমেন্ট ভবনে আগুন : ১১ জনের মৃত্যু


সাতকাহন ডেস্ক | আপডেট: ১১:৩৩, অগাস্ট ০৯, ২০২০
 
 
 
 এদের মধ্যে পাঁচ জন আগুন থেকে বাঁচতে ১১ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এ অগ্নিকাণ্ডে দমকলের দুই কর্মী ও একজন পুলিশসহ আরও ১০ জন আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। বহুমিন শহরটি চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে ৩৮০ কিলোমিটার দূরে। শনিবার স্থানীয় সময় বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। দেশটির ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে স্থানীয় একটি নিউজ সাইট।মোরাভিয়ান-সিলেসিয়ান দমকল বাহিনীর প্রধান ভ্লাদিমিয়ের ভারচেক ওই নিউজ সাইটকে বলেন, অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে তিন জন পূর্ণবয়স্ক লোক ও তিনটি শিশু মারা যায়। পাঁচ জন ভবনটি থেকে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কী থেকে আগুন লেগেছে তদন্তকারীরা তা নির্ধারণের চেষ্টা করছেন।