Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

মাদারীপুরে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২৬


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৭:২০, মে ০৩, ২০২১
 
 
 
 


মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলা বাজার ফেরি ঘাটে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষের  ঘটনা ঘটেছে । এ ঘটনায়  নিহত হয়েছেন  ২৬ জন । নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।  এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েক জন ।সোমবার (৩ই মে) ভোর সাড়ে ৬টার দিকে বাংলাবাজার ফেরিঘাট এলাকার কাঁঠালবাড়ি পুরাতন ঘাটে এ ঘটনা ঘটে।ফেরিঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক আশিকুর রহমান জানান, স্পিডবোটটি মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি গেলে বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়।