Quantcast
  • বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৩ ডিসেম্বর ২০২০

শুক্রবার থেকে ঈদে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু


সাতকাহন ডেস্ক | আপডেট: ০৬:৩৩, জুলাই ২৩, ২০২০
 
 
 
 


সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ঈদযাত্রা মনিটরিংয়ে বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক খোলা থাকবে। আগামী শুক্রবার থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করা হবে।রোজার ঈদে যাত্রীদের স্বাস্থ্যবিধি লংঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, গত ঈদে আমরা করোনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাইকে মাস্ক পরিধান করতে বাধ্য করেছি। নির্দিষ্ট দূরত্বে বসার জন্য লঞ্চে স্থান চিহ্নিত করে দেয়া হয়। কিন্তু তারপরও লঞ্চের ভেতর গিয়ে দেখা গেছে উল্টো চিত্র। যাত্রীরা মাস্ক খুলে গাদাগাদি করে বসে অছেন। কথা বলেছে, গল্প করছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে।এবারের ঈদে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস যেহেতু একজন থেকে আরেকজনে দ্রুত ছড়ায়, তাই আসুন সবাই সচেতন হই, সতর্ক হই।