Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

করোনা সংক্রমণের ঝঁকি কাঁচাবাজারে


সাতকাহন ডেস্ক | আপডেট: ২১:৩৫, এপ্রিল ১৬, ২০২১
 
 
 
 


গাজীপুরের শ্রীপুরে করোনা সংক্রমণের ঝঁকি এখন কাঁচা বাজারে । করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে কঠোর লকডাউন । লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন । ঠিক সেই সময়ে শ্রীপুরের বিভিন্ন ভাসমান কাঁচা বাজারগুলোর চিত্র ঠিক উল্টো । শ্রীপুরের প্রতিটি কাঁচাবাজারেই ছিল অন্য সময়ের মত উপচে পড়া ভিড় ।

গত দুই দিন সরেজমিনে গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার , নয়নপুর বাজার , জৈনা বাজার মহাসড়কের উপর প্রতিনিয়ত বসছে ঝুঁকিপূর্ণ ভাসমান কাঁচা বাজার। শুক্রবার ( ১৬ এপ্রিল ) বিকেলে এমসি বাজারসহ কয়েকেটি কাঁচা বাজারের এমন দৃশ্য চোখে পড়ে । কাঁচাবাজারগুলোতে ছিল উপচেপড়া ভিড়, ঘেঁষাঘেঁষিতে চলছে কেনাকাটা । ক্রেতা বা বিক্রেতাদের শরীরে নেই কোনো প্রতিরোধের ব্যবস্থা ।

স্থানীয় সচেতন মহল মাওনা হাইওয়ে থানা পুলিশসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন ।