Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

কালিয়াকৈরে আরও ১৬ জনের দেহে করোনা শনাক্ত


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৮:০৭, এপ্রিল ১৬, ২০২১
 
 
 
 


গত ৪৮ ঘন্টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় ৯২৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এই পর্যন্ত করোনা রোগী ৮২৫ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ৫০৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক ব্যাক্তি, ডাক্তার, শিশু ও সাংবাদিকসহ করোনা পজেটিভ হয়েছে ৯২৫ জন রোগী। তবে উপজেলার ৮২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা নিজ বাড়ি চিকিৎসাধীন আছেন। এর মধ্যে মারা গেছেন কাউন্সিলরসহ ১৫ জন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় গত ৪৮ ঘন্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এই নিয়ে শনাক্ত হয়েছে ৯২৫ জন এবং ৮২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।