Quantcast
  • শনিবার, ৪ বৈশাখ ১৪২৮, ১৭ এপ্রিল ২০২১

গাজীপুরে সোস্যাস্নেস ক্লাবের উদ্যেগে বৃক্ষরোপণ


শ্রীপুর,গাজীপুর | আপডেট: ১৯:৪৬, জুলাই ২২, ২০২০
 
 
 
 


গাজীপুরে সোস্যাস্নেস ক্লাবের উদ্যেগে জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মসজিদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে । সোস্যাস্নেস ক্লাবের গাজীপুর জেলা শাখার সভাপতি (আশিক সরকার ) এর নিজ উদ্যেগে পুরো জেলায় ১ হাজার চারা রোপণ করা হবে । বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার   শ্রীপুর উপজেলা মুলাইদ গ্রামে হাজী ছোট কলিম  ও টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়েছে । তাঁদের এ কর্মসূচি চলমান থাকবে এবং  গাজীপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এবং মসজিদ চত্বরে বৃক্ষরোপন করবেন বলে জানিয়েছেন । উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সোস্যান্সেস ক্লাব (শ্রীপুর উপজেলা শাখা সভাপতি ও সাধারন সম্পাদক ) এবং  ( গাজীপুর সদর উপজেলা শাখা সভাপতি ও সাধারন সম্পাদক ) এবং জেলার সকল ইউনিয়ন ও ওয়াড এর সভাপতি ও সাধারন সম্পাদক তাদের সকল কর্মী দের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে যাচ্ছে । জেলা শাখার সভাপতি আশিক সরকার  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশত বাষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাজীপুর জেলা সোস্যাস্নেস ক্লাব এর পক্ষ থেকে েএ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।