Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

ঘাটাইলে বিনামুল্যে ছাগল বিতরণ


ইমরুল হাসান বাবু ,স্টাফ রিপোর্টার | আপডেট: ২১:৫২, জুন ১০, ২০২১
 
 
 
 


টাঙ্গাইলের ঘাটাইলে মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ হত-দরিদ্র অসহায় পরিবারের জীবনমান ও আর্থ-সামজিক উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে গুড নেইর্বাস পোড়াবাড়ী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সুবিধাভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ ছাগল বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন, গুড নেইর্বাস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার ফ্রান্সিস শ্যামল,ঘাটাইল সিডিপির এডমিন সহকারী ব্যবস্থাপক মি.শান্ত চিরান, সিনিয়র অফিসার সেরাজুল ইসলাম,ইনকাম জেনারেশন অফিসার খ,ম, আরিফুল ইসলাম,গুডনেবারস পোড়াবাড়ী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সমবায় সভাপতি আবেদা আক্তার ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।