শ্রীপুরের তেলিহাটি ৪ নং ওয়ার্ড্ যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টেপিরবাড়ী ( ছাতির বাজার) যুবলীগ কার্যালয়ে আবুল কালাম আজাদকে সভাপতি ও আরিফ চুক্কাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। উক্ত অনুষ্ঠানটিতে মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন । তেলিহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহারিয়ার ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহদাত হোসেন রানা, মুনিরুজ্জামান মানিক, এস এম কাজল রানা, জসিম উদ্দিন জয়, শেখ সোহরাওয়ার্দী, সারোয়ার জাহান সাগর আবুল হোসেন, জাকির হোসেন, আনোয়ার পারভেজ, সোহাগ, জুয়েল রানা ,আজাহারুল ইসলাম আজাহারসহ যুবলীগের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই কমিটি গঠন করেন ।