Quantcast
  • শনিবার, ৪ বৈশাখ ১৪২৮, ১৭ এপ্রিল ২০২১

শ্রীপুরে ছাত্রলীগের উদ্যেগে স্কুল ও মসজিদ চত্বরে বৃক্ষরোপণ


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৯:৩০, জুলাই ১৮, ২০২০
 
 
 
 


গাজীপুরের শ্রীপুরে  ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষ রোপণ করা হয়েছে । এ উপলক্ষে শনিবার বিকেলে মাওনা ইউনিয়নের বারতোপা  বাজার কেন্দ্রীয় মসজিদ,  স্কুল ও ইউনিয়ন পরিষদের চত্বরে বৃক্ষ রোপণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বারতোপা স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের আলেম, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান,উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব শেখ,শিশিড় দে হৃদয়, ইউ:ছাত্রলীগের নেতা: তুহিন সিকদার, শান্ত ভূইয়া, নয়ন খান,হাসিবুল, আকাশ, রাসেল হাসান, সেলিম প্রমুখ।