
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী টানা তিন বারের মেয়র আনিছুর রহমানের সমর্থনে গনসংযোগ করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন । মঙ্গলবার শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় গনসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহব্বান জানান তিনি । এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য শেখ সুমন এবং কামাল শেখ, জেলা ছাত্রলীগের সহসভাপতি কাউসার আকন্দ রিফাত, শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি হাসান আল মাহমুদ, শ্রীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আজমল হোসেন শাকিল সহ প্রমুখ।