Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

শ্রীপুরে লিচুর হাসি


সাইফুল ইসলাম | আপডেট: ১২:৩৬, মে ০৫, ২০২১
 
 
 
 


লিচু পাকা শুরু হলো। গাছে গাছে পাকা লিচুর হাসি। মে মাসের প্রথম সপ্তাহ থেকে পাকা লিচুর ভরা মৌসুম শুরু হয়। লিচু তুলতে ক্রেতা-শ্রমিকেরা ভিড় করেন। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দাম ও নগদ টাকা পেয়ে চাষিদের মুখে হাসি ফোটে। কিন্তু এ বছর তা হয়নি। করোনাভাইরাস সেই হাসি কেড়ে নিয়েছে। তার বদলে চাষিদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। কিছু সংখ্যক চাষি খুব কম দরে বিক্রি করলেও ক্রেতা না থাকায় অধিকাংশ চাষি তা পারেননি। বিক্রি না হওয়ায় বাদুড়সহ নানা পাখিতে লিচু খেয়ে ফেলছে বলে জানিয়েছেন চাষিরা।বাজারে উঠতে শুরু করেছে দেশি আগাম জাতের রসালো লিচু। অনেকে লাভের আশায় আগেভাগেই বাজারে নিয়ে আসছেন অপরিপক্ক লিচু। কিন্তু মৌসুমের নতুন ফল হিসেবে তুলনামূলক একটু বেশি দামেই লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আর কয়েকদিন পর বিভিন্ন উন্নত জাতের লিচু বাজারে পাওয়া যাবে। এখন প্রতি ১০০ লিচুর দাম সাড়ে ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শরীরে একটু কালো দাগ পড়া লিচু বিক্রি হচ্ছে ৩৫০-৩৮০ টাকা দরে। ফলে সাধ্যের বাইরে হওয়ায় আগাম লিচু কিনতে পারছে না নগরীর সাধারণ মানুষ। তবে বিভিন্ন জাতের লিচু উঠলে দাম কিছুটা কমতে পারে।