Quantcast
  • সোমবার, ১৯ শ্রাবণ ১৪২৭, ০৩ অগাস্ট ২০২০

সিলেটে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষে নিহত ৫


সাতকাহন ডেস্ক | আপডেট: ১২:৩১, জুলাই ৩১, ২০২০
 
 
 
 


সিলেট জেলার ওসমানীনগরে যাত্রীবা‌হী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এতে একজন আহত হয়েছেন।  শুক্রবার ৩১ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরায়া চাঁনপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।মরদেহগুলো উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া কারটি কেটে মরদেহ বের করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কারটির সাথে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট কোম্পানির বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম বলেন, ‘বাস ও কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।