Quantcast
  • বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৩ ডিসেম্বর ২০২০

সোনারগাঁওয়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


সাতকাহন ডেস্ক | আপডেট: ২২:৪৪, নভেম্বর ২১, ২০২০
 
 
 
 


মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে জোরদারথ এই স্লোগানকে প্রতিপাদ্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার সনমান্দী ইউনিয়নে ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকরা হয়েছে। শনিবার সনমান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সনমান্দী ইউনিয়ন বঙ্গবন্ধু লাইব্রেরীর পাশের বালুরমাঠে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ সার তুলে দেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার হাবিবুর রহমান হাবিব,সোনারগাঁও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাবুল,সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী জসীমউদ্দিন চৌধুরী, সিনিয়র আওয়ামী লীগ নেতা গোলজার প্রধান,সনমান্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন সুজন,সনমান্দী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ফজলুল হক, মহিলা সংরক্ষিত সদস্য মহিলা মেম্বার শাহীনা আক্তার,ছাত্রলীগ নেতা মাসুদরানা,ফারহান পলাশ সহ প্রমুখ।