
শ্রীপুরে মাওনা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে মুজিব শতবর্ষ উপলক্ষে মাওনা ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কের পাশে এবং ঢালী বাড়ী মসজিদ চত্বরে ১শত গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও গাজীপুর জেলা ছাত্রলীগের আ্হবানে,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় মাওনা ইউনিয়ন ছাত্রলীগ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান বাপ্পী,উপ-দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহি সংসদ, ফয়সাল আহাম্মেদ শিশির,সভাপতি মাওনা ইউনিয়ন ছাত্রলীগ, ফরহাদ ভুইয়া, সাধারন সম্পাদক মাওনা ইউনিয়ন ছাত্রলীগ, সাইজুদ্দিন আহাম্মেদ, সহ সভাপতি মাওনা ইউনিয়ন ছাত্রলীগ; মাহাদী হাসান প্রান্ত সহ মাওনা ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।