Quantcast
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪২৭, ২৮ ফেব্রুয়ারী ২০২১

বাসন্তী ভাবনায় মনের বনে ফুল ফুটতে শুরু করেছে কদিন আগে থেকেই। আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শিমুল পলাশের রঙিন আবহে সুন্দরের প্রাচুর্য নিয়ে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। দখিন হাওয়ার গুঞ্জরণ এই মাত্রা বাড়িয়ে দেয় আরো কয়েক গুণ। বাসন্তী রঙের নানান ফুল প্রকৃতি রাঙিয়ে মাতাল হাওয়ায় দোল খেয়ে যায় সবার মনে মনে। নতুন সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন ১৩ নয়, ১৪ ফেব্রুয়ারিতে। এমন ভুলে গতকাল বৃহস্পতিবার অনেকেই বসন্ত বরণের জন্য পথে নেমেছিলেন। এ নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছে।এভাবেই ফাগুন হাওয়ার দোল লেগেছে বাংলার নিসর্গ প্রকৃতিতে। ....