Quantcast
  • বৃহস্পতিবার, ১৫ মাঘ ১৪২৭, ২৮ জানুয়ারি ২০২১

ত্যাগের মহিমায় ভাস্বর ঈদ-উল-আয্হা


| আপডেট: ১২:০২, অগাস্ট ০১, ২০২০
 
 
 
 প্রিয় শুভানুধ্যায়ী, শুভাকাঙ্খি,ও  সাতকাহন পরিবারের সকল সদস্যসহ , দেশবাসি সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আয্হার শুভেচ্ছা।  আসুন করোনাকালে অসহায় ও দু:স্থদের পাশে সহযোগিতার হাত বাড়াই । করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ্য থাকুন, অপরকে নিরাপদে রাখুন।  কুরবানির মাধ্যমে আমাদের মনের পশুত্বকে বর্জন করে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার স্বাদ নিবো এমনটাই প্রত্যাশা করি। কোভিড-১৯, বন্যা ও সকল প্রকার বিপদ-আপদ থেকে আল্লাহ আমাদের সবাই রক্ষা করুক, আমিন। আসুন বন্যা কবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াই ।
♥♥♥ঈদ মোবারক♥♥♥
মো: আতাউর রহমান সোহেল
ভারপ্রাপ্ত সম্পাদক
সাতকাহন নিউজ