Quantcast
  • বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৩ ডিসেম্বর ২০২০

মহামারীতে এবার পিইসি পরীক্ষাও নেই, সাথে বৃত্তিও নেই


সাতকাহন ডেস্ক | আপডেট: ২০:০২, অগাস্ট ২৫, ২০২০
 
 
 
 তবে প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য উপবৃত্তি কার্যক্রম আগের মতোই চলবে বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন।করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার জানান প্রতিমন্ত্রী।এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে ওঠানো হবে।উপবৃত্তি থাকবে। বৃত্তিটা থাকবে না।”প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, “সমাপনী পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেওয়া হয় সেটা এ বছর দেওয়া সম্ভব হবে না।”