Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

চমক নিয়ে হাজির হচ্ছেন অমিত হাসান


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৬:২০, এপ্রিল ১২, ২০২১
 
 
 
 


বহু চলচ্চিত্রে তিনি কখনো মূল নায়ক, আবার কখনো সাইড নায়ক হিসেবে অভিনয় করেছেন চিত্র নায়ক অমিত হাসান। ক্যারিয়ার শুরু হয়েছিল নায়ক হিসেবে। তবে গত কয়েক বছর ধরে পর্দায় তার উপস্থিতি ভয়ংকর। অর্থাৎ, বর্তমানে খল চরিত্রে অভিনয় করেন অমিত হাসান।এই অভিনেতা এবার নাম লেখাতে চলেছেন পরিচালনায়। তবে কোনো চলচ্চিত্র পরিচালনা করছেন না। শোনা যাচ্ছে, একটি টিভি নাটক পরিচালনা করবেন অমিত হাসান। সেই নাটকে তিনি অভিনয়ও করবেন। এর আগেও বহু নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে পরিচালনায় এই প্রথম।অমিত হাসান বলেন, ‘আমি শতাধিক টিভি নাটকে অভিনয় করেছি। এবার নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো। এই নাটকের জন্য আমি একটা গানও লিখেছি এবং সুর করেছি। এটিতে কণ্ঠ দিয়েছেন আলী মুস্তাফা।’এদিকে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে সাতদিনের সর্বাত্মক লকডাউন। এ সময় সবধরনের শুটিং বন্ধ থাকবে। চলবে না সিনেমা হলও। তাই পরিচালক হিসেবে অমিত হাসানের কাজ শুরু করতে একটু অপেক্ষা করতেই হবে।

সাতদিনের সর্বাত্মক লকডাউন শেষ হওয়ার পর করোনা পরিস্থিতি বিবেচনায় লকডাউন যদি আরও বাড়ে, তবে অমিত হাসানের অপেক্ষার প্রহরও কিছুটা বাড়বে। তাই কবে থেকে তিনি ক্যামেরার পেছনে কাজ শুরু করতে পারবেন, তা পুরোটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।