Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

পয়লা বৈশাখ ভুলে যান: সানি


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৬:১৫, এপ্রিল ১২, ২০২১
 
 
 
 


রোজার ঈদে নতুন কিছু কিনতে হবে, দয়া করে এবার পয়লা বৈশাখের নাম নিবেন না। ভুলে যান। শুধু বাঁচার জন্য স্বাস্থ্যবিধি ফলো করা, আল্লাহকে স্মরণ করা। বেঁচে থাকলে পহেলা বৈশাখ ও ঈদ অনেক পাবেন। রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হোক না সেটা সীমিত লস। হিসাব করে লাভ নেই, আল্লাহ চাইলে সব হবে।’করোনাকালে এভাবেই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন নব্বইয়ের দর্শকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। এই মুহূর্তে তার পরিবারের সকল সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত। অভিনেতার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী, ছেলে স্বাধীন, নতুন পুত্রবধূ আয়েশা, মেয়ে ফাইজাসহ সবার করোনা পজিটিভ, একমাত্র ওমর সানির নেগেটিভ।

গোটা পরিবার আক্রান্ত হওয়ায় এই অভিনেতা হাড়ে হাড়ে টের পেয়েছেন, করোনাকালীন এই সময়ে সতর্ক থাকাটা কতটা জরুরি। যদিও তার পরিবারের কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি। সকলেই বাড়িতে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র নিচ্ছেন। ওমর সানি নিজেও বাড়িতে সতর্ক অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানান এই অভিনেতা।