Quantcast
  • বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৩ ডিসেম্বর ২০২০

শুটিংয়ে অন্তঃসত্ত্বা আনুশকা!


সাতকাহন ডেস্ক | আপডেট: ২২:০৯, নভেম্বর ২২, ২০২০
 
 
 
 


করোনা সংকটে অন্তঃসত্ত্বা আনুশকা শর্মা স্বাস্থ্যবিধি মেনে শুটিং ফ্লোরে নেমে পড়েছেন। এতে জন্ম দিয়েছেন আলোচনারও।সম্প্রতি শুটিং ফ্লোরে ফেরার সেই ছবি আবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এই অভিনেত্রী।আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে। তবে প্রশংসাও করেছেন নেটিজেনরা।জানুয়ারিতেই প্রথমবারের মতো সন্তানের মুখ দেখবেন আনুশকা শর্মা।এ অবস্থায় সাধারণত বিশ্রামেই থাকার কথা তার। কিন্তু বিশ্রাম না নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করছেন তিনি। তার ভ্যানিটি ভ্যান থেকে নামার মুহূর্তই ভাইরাল হয়েছে।

তার পরনে ছিল সবুজ রঙের গাউন। মুখে মাস্ক। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের স্টুডিওতে টানা ৭ দিন শুটিং করবেন তিনি।শুটিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন আনুশকা।দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভালো তার। কোভিড বিধি মেনেই ঘোরাফেরা করছেন। এতে করে শুটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না তার।

সূত্র: হিন্দুস্তান টাইমস