Quantcast
  • বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৩ ডিসেম্বর ২০২০

কি সুন্দর পাখির ছানা


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৯:৪৪, জুলাই ১১, ২০২০
 
 
 
 


পাখির ছানা ।ধরতে মানা । কি সুন্দর ফুটফুটে কয়েকটি বাচ্চা েএকটি বাসায় । খাবারের জন্য প্রায় সময় কিচিরমিচির করতে থাকে । মা পাখিটি খাবার নিয়ে আসার পরপরই তাঁরা দুঠোট মেলে দেয় । খাবার  খাওয়া শেষে বাচ্চা পাখির ছানাগুলো চুপচাপ বাসায় অবস্থান নেয় । বাচ্ছাদের খাবার খাওয়ানো শেষ হলেই পুনরাই মা পাখিটি খাবার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে । কি সুন্দর নিয়ম মেনে জীবন যাপন করছে তাঁরা । ছবিটি গত কয়েক দিন আগে গাজীপুরের শ্রীপুর প্রহলাদপুর এলাকার একটি বন থেকে তোলা ।