Quantcast
  • শনিবার, ১৬ কার্তিক ১৪২৭, ৩১ অক্টোবর ২০২০

দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ


সাতকাহন ডেস্ক | আপডেট: ২১:০৬, অগাস্ট ০৯, ২০২০
 
 
 
 
কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ঝঁাকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় প্রজাতীর বিভিন্ন মাছ । পুঁটি, শিং, মাগুর, চিংড়ি , গুতুম ও বিভিন্ন জাতের মাছ । বন্যার পানি কিছুটা কমতে শুরু করায়  মাছ ধরা নিয়ে সবাই বেস্ত ।  ছোট ছোট খালে প্রচুর মাছ । মাছ ধরার মজাই আলাদা । আমরা মাছে ভাতে বাঙ্গালী । প্রতিদিনের খাবারের নিত্যসঙ্গী হচ্ছে মাছ । মাছ হল প্রোটিন, ভিটামিন এবং খনিজের এক অবিশ্বাস্য উৎস, যা এটিকে শিশুর বিকাশে সহায়তার জন্য একটি মূখ্য উপাদান হিসেবে গড়ে তুলেছে। সমৃদ্ধ ভবিষ্যতের জন্য মানসম্মত খাবার খাওয়ানো আমাদের আজকের দিনের চ্যালেঞ্জ।