Quantcast
  • বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৩ ডিসেম্বর ২০২০

শ্রীপুর মাছ ধরার হিরিক


সাতকাহন ডেস্ক | আপডেট: ১২:৩৪, জুলাই ১২, ২০২০
 
 
 
 


হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার আবহমান কিছু চিরচেনা  দৃশ্য ।  মাছ ধরে সকলের মাঝে ভাগকরার এই দৃশ্য গুলো এখন আর খুব একটা চোখ পড়ে না । চোখে আর পড়ে না এক সাথে দল বেধে তরুণদের মাছ ধরার দৃশ্য । গ্রামে এক সময় তরুণরা দলবেঁধে সকাল থেকে  রাত পযন্ত টানা মাছ  ধরতো । এখন আর এ দৃশ্য চোখে পড়ে না । কারন আগের মত নদী বা খাল নেই । ভরাট হয়ে গেছে অনেক খাল বা ডোবা । একসময় শ্রীপুরে লবলং খাল থেকে বৃষ্টির দিনে বহু প্রজাতির মাছ ধরার জন্য ছেলে বুড়ো জমাট হতো খালে জাল ও বিভিন্ন  ধরনের মাছ ধরার উপকরণ নিয়ে । সারি বদ্ধভাবে দাঁড়িয়ে মাছ ধরতো সবাই । কিন্তু সময়ে ব্যবধানে দূষণ-দখলে এখন আর এ মজার দৃশ্য চোখে পড়ে না । রবিবার সকালে তেলিহাটির আবদার গ্রামে চোখে পড়ে মাছ ধরার পর তরুণদের মাঝে মাছ বন্টনের এ মজার দৃশ্য । কথা হয় তাঁদের সাথে । সকাল থেকে বৃষ্টি হচ্ছে । পানি জমেছে সাইল জমিতে । তাইতো তাঁরা ৮ থেকে ১০ জন এক সাথে হয়ে একটি জমির পানি সেচে মাছ ধরছে । অনেক সময় পরে পানি সেঁচা শেষে মাছ ধরে সকলের মাছে বন্ন করছেন তাঁরা । সবাই যেন সমান হারে মাছ পাই সেই হিসাব চলছে । বন্টন শেষে দেখা যায় সবার মুখে হাঁসি । হাঁসি মাখা মুখে বাড়ী ফিড়ছে শখের মাছ নিয়ে ।