Quantcast
  • শনিবার, ১৬ কার্তিক ১৪২৭, ৩১ অক্টোবর ২০২০

প্রকৃতির রঙে শ্রাবণের নতুন সাজ


সাতকাহন ডেস্ক | আপডেট: ২১:২৮, জুলাই ১৭, ২০২০
 
 
 
 


শ্রাবণ মানেই বৃষ্টির কথা মনে পড়া । শ্রাবণ মানেই মনের সব ইচ্ছা পূরণ করা ।শ্রাবণ মানেই অঝোড় ধারা । শ্রাবণ মানেই থেমে থেমে বৃষ্টি পড়া । শ্রাবণ মাস হলো সময় গণনার একটি একক । শ্রাবণ মাসকে চন্দ্র মাসও বলা হয় ।আর এই মাসেই প্রকৃতি সেজেছে নতুন সাজে ।বর্ষা শেষ হতে না হতেই প্রকৃতি মেতেছে নতুন পাতা গজার খেলায় । গাছে গাছে ফুটেছে নানান ফুল । গাছে গাছে ফুলের আনাগোনা । ফুল নারীদের অনেক প্রিয় । তবে ফুল প্রিয় অনেক পুরুষও রয়েছে ।  গাজীপুরের ভাওয়াল গজারী বনের দরগারচালা এলাকায় প্রকৃতির নতুন সাজ  চোখে পড়ার মত । তাছাড়া বাড়ীর আঙ্গিনায় ফোটে ওঠেছে নানান ফুল । ভুঁই চাঁপা ফুল । গ্রামে একে সবাই পিঁয়াজ ফুল নামে চিনে । এ ফুল  বছরে একবার ফুল ফোটে,বর্ষাকালে ।পাতার রং সবুজ ।সব লিলিই ভূঁই ফোড় শ্রেনীর কারন এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বের হয় । এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে।ফুলের ফলন খুব ভাল হলে পাপড়ি সাত থেকে আটটি হতে পারে ।
ফুলের স্ত্রী মন্ডুটির রং সবুজ আর পুরুষ গুলোর রং হলুদ হয় । মাটির নিচে পেঁয়াজের মত দেখতে কন্দ হয় ।আর কন্দ থেকেই বংশ বৃদ্ধি করে ।সারা বছরে একবারই ফুল ফোটে ।বীজ থেকে বংশ বৃদ্ধি হয়।