Quantcast
logo
Print now

লটকন নামের ফলটির কেজি প্রতি দাম সর্বনিম্ন ৮০/- টাকা থেকে সর্বোচ্চ ১২০/- টাকা। গ্রামের বাড়িতে এরকম ৫টা গাছ থাকলে যে কোনো পরিবারের লটকনের সিজনে ২/৩ মাসের খরচ অনায়াসে চলে যায়। কারণ বাসা ভাড়া দিতে হয় না। শহরের মতো ভোর হতেই ব্যক্তি প্রতি খরচ শুরু হয় না। এবার বলি পেঁপে এবং কলার কথা। এগুলো সারা বছরের ফল। কাঁচা পেপের কেজি ৬০/- টাকা, কলা ডজন কমপক্ষে ৬০/- উপরে ১৫০/-টাকা।উদাহরণ মাত্র তিনটা জিনিসের কথা বললাম। কৃষি অর্থনীতিকৃ গড়ে তোলার এতো এতো সুযোগ রয়েছে আমাদের কিন্তু আমরা নিরুপায়, হতাশ। ....