Quantcast
  • রবিবার, ২৫ শ্রাবণ ১৪২৭, ০৯ অগাস্ট ২০২০

অধস্তন আদালতে ফৌজদারি রুলস মেনে চলার নির্দেশ


সাতকাহন ডেস্ক | আপডেট: ০৯:২৩, জুলাই ১০, ২০২০
 
 
 
 


দেশের সব অধস্তন আদালতে ফৌজদারি রুলস অ‌্যান্ড অর্ডার মেনে চলার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ‌্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।সার্কুলারে বলা হয়, মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিচারিক আদালতসমূহে ফৌজদারি রুলস অ‌্যান্ড অর্ডার-২০০৯ (ভলিয়ম-১) এর রুল ২০৯ যথাযথভাবে মানা হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় ফৌজদারি রুলস অ‌্যান্ড অর্ডার-২০০৯ (ভলিয়ম-১) এর রুল ২০৯ যথাযথভাবে মানার জন্য সবাইকে নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট প্রশাসন।