Quantcast
  • বুধবার, ২৮ শ্রাবণ ১৪২৭, ১২ অগাস্ট ২০২০

আজ চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ


সাতকাহন ডেস্ক | আপডেট: ১২:১১, জুলাই ৩১, ২০২০
 
 
 
 


চাঁদপুরের ৪০টি গ্রামে আজ শুক্রবার ঈদ- উল-আয্হা উদযাপন হচ্ছে।  সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশে প্রচলিত নিয়মের এক দিন আগেই এসব গ্রামের মানুষ পশু কোরবানি দিবে । তাই  সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও কোরবানির ঈদ উদ্যাপন করছেন অর্ধলক্ষাধিক মানুষ।হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী। এরপর ভিন্ন ভিন্ন সময়ে আরও কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
যেসব গ্রামে ঈদ উদ্যাপিত হচ্ছে : হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, গল্লাক, আইটপাড়া, বদরপুর, ভুলাচোঁ, সোনাচোঁ, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোল্লা, হাঁসা ও চরদুখিয়া।