Quantcast
  • শনিবার, ৪ আশ্বিন ১৪২৭, ১৯ সেপ্টেম্বর ২০২০

শিরোনাম

এ রকম হত্যাকাণ্ড যেন আর না ঘটে: সিনহার মা


সাতকাহন ডেস্ক | আপডেট: ১২:১৬, অগাস্ট ১১, ২০২০
 
 
 
 তিনি বলেন, ওই ঘটনায় যে সমস্ত পুলিশ জড়িত ছিল তাদের অস্ত্রগুলো যাতে জব্দ করা হয়। এটা লাগবে তদন্তের খাতিরে। যারা তদন্তের দায়িত্ব নিয়েছে তারা হয়ত এটা করবে। যারা তদন্তের দায়িত্ব নিয়েছে তারা অত্যন্ত দক্ষ এবং পক্ষপাতহীনভাবে তদন্ত করবে।তদন্তের অগ্রগতিতে সন্তোষ জানান অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। সিনহার মাও ছেলের হত্যা মামলার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।নাসিমা আক্তার বলেন, সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তদন্তে আমরা সন্তুষ্ট। আমার ছেলে পজিটিভ ছিল এবং সব সময় বলত ‘বি পজিটিভ’ এবং আমিও ‘বি পজিটিভ’র পক্ষে আছি।প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধানসহ সব বাহিনীর প্রধানদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে... দেশের সুন্দর একটি পরিবর্তন আমরা আনব, আপনারাই আনবেন। একটা সুন্দর পরিবর্তনের দরকার। সামনের যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে।প্রত্যেক মায়ের প্রতিনিধি হিসেবে বলব যে, এই জিনিসগুলো (বন্দুকযুদ্ধ) যাতে আর না হয়। প্রত্যেকে যাতে সচেতন থাকে।সিনহা কেমন ছিলেন, কেন চাকরি ছেড়েছিলেন, জীবন ও চারপাশ নিয়ে তার ভাবনা কেমন ছিল তার একটি বিশদ বিবরণ তুলে ধরেছেন মা।তিনি বলেন, “আমার ছেলে সাধারণ জনগণ থেকে আরম্ভ করে সবাইকে আপন করে ভাবত, আপন করে দেখত প্রত্যেকটা মানুষকে। তার সঙ্গে গাড়িতে করে অনেক ঘুরেছি কিন্তু দেখতাম সে মেজর পরিচয় দিত না। তার যে ব্যবহার, ব্যবহার দিয়ে সে তার কাজগুলো করতে