Quantcast
  • সোমবার, ১১ আশ্বিন ১৪২৮, ২৬ সেপ্টেম্বর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত মশরাফির ছোট ভাই


সাতকাহন ডেস্ক | আপডেট: ১০:০৫, জুন ২৪, ২০২০
 
 
 
 


মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার দুই দিন পর  তার ছোটভাইও আক্রান্ত হলেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তথ্যটি নিশ্চিত করে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, সেজার বর্তমানে ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছে।মাশরাফির ও সেজার দুই ভাই চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছে।মুরসালিন বিন মর্তুজা সেজার নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফির একমাত্র ছোট ভাই।গত বৃহস্পতিবার রাত থেকে মাশরাফি জ্বর অনুভব করেন। পরদিন বিকালে ঢাকা শিশু হাসপাতালে করোনাভাইরাস ও ডেঙ্গু পরীক্ষা করান তিনি। শনিবার বিকালে তার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে।এর দুইদিন পর মঙ্গলবার মুরসালিনেরও রিপোর্ট  পজিটিভ  এল।মাশরাফির বাবা তার দুই সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।