Quantcast
  • বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪২৭, ০২ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাস : বাংলাদেশে মোট মৃত্যুর ৮০ ভাগই পুরুষ


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৫:৫৮, জুলাই ৩১, ২০২০
 
 
 
 


স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।আর এই সময়ে নতুন করে আরো ২,৭৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক দিনে মোট ১২,৬১৪ টি নমুনা পরীক্ষা থেকে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।ফলে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১১১ জনে। আর এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৩৭,৬৬১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২২ জন পুরুষ, আর নারী ৬ জন।