Quantcast
  • বুধবার, ২৮ শ্রাবণ ১৪২৭, ১২ অগাস্ট ২০২০

করোনায় নারীদের স্বাস্থ্যঝুঁকি


সাতকাহন ডেস্ক | আপডেট: ০৮:৪৯, জুলাই ৩১, ২০২০
 
 
 
 


প্রাণঘাতি করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। ধনী-দরিদ্র, রাজা-প্রজা, কুলি শ্রমিক যেখানে এক হয়ে গেছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে দুর্বল ভুটান পর্যন্ত করোরাভাইরাসের কুপোকাত। যা মানুষ কোন দিন কল্পনাও করেনি বা করতে পারেনি। বর্তমান বিশ্বের নবাগত পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আজ পুরো বিশ্বই বিপর্যস্ত। বিশ্ব জুড়ে চলছে করোনা মহামারি। প্রাণঘাতি এ ভাইরাস থেকে বাঁচতে দেশে-দেশে চলছে লকডাউন, কার্ফু। পৃথিবী এত বড় বিপর্যয় এর আগে কখনো দেখেনি। করোনাভাইরাসের বিস্তারে বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে বিপর্যয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীনৈতিক খাতগুলো মুখ থুবড়ে পড়েছে। ঘরবন্দী হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এ পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা বাড়বে। ঝুঁকিতে পড়বে নারী ও মেয়ে শিশুর প্রজনন স্বাস্থ্য।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক বৈশ্বিক প্রতিবেদনে এ আশংকার কথা বলা হয়েছে। সম্প্রতি নিউইয়র্ক থেকে ‘ইমপ্যাক্ট অব দ্য কোভিড-১৯ পেনডেমিক অন ফ্যামিলি প্লানিং এন্ড এন্ডিং জেন্ডার বেসড ভায়োলেন্স ফিমেল জেনিটাল মিউটিলেশন এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।