Quantcast
  • শনিবার, ৪ আশ্বিন ১৪২৭, ১৯ সেপ্টেম্বর ২০২০

শিরোনাম

গরীব দেশগুলোর জন্যে ১০ কোটি টিকা উৎপাদিত হতে পারে


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৮:৩০, অগাস্ট ০৮, ২০২০
 
 
 
 


গরীব দেশগুলো যেন সহজে পায় সে লক্ষ্যে ২০২১ সাল নাগাদ ভারতের সেরাম ইনষ্টিটিউটে কোভিড-১৯ এর টিকা ১০ কোটি ডোজ পর্যন্ত উৎপাদিত হতে পারে।শুক্রবার এক চুক্তির পর গাভি ভ্যাকসিন এলায়েন্স এ ঘোষণা দেয়। ১০ কোটি টিকা তৈরির লক্ষ্য পূরণে বিল এন্ড মেলিন্দা গেটস এবং গাভি ভ্যাকসিন এলায়েন্স সেরাম ইনষ্টিটিউটকে ১৫ কোটি ডলার দিয়েছে 

বিশ্বের ৯২টি দেশে এ টিকা সহজভাবে পাওয়া যাবে। প্রতি ডোজের সর্বোচ্চ মূল্য হবে ৩ ডলার। অনুমোদন হওয়ার পর পরই ২০২১ সালের প্রথমার্ধে টিকার এসব ডোজ উৎপাদিত এবং নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে সরবরাহ করা হবে।চুক্তি অনুযায়ী বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইনষ্টিটিউট আমেরিকান নোভাভ্যাক্স ছাড়াও বৃটিশ ঔষধ কোম্পানী অস্ট্রাজেনকা ও অক্সফোর্ডেও সমন্বয়ে তৈরি ভ্যাকসিনও উৎপাদন করবে।অস্ট্রাজেনকার তৈরি টিকা গাভির মাধ্যমে ৫৭টি দেশে এবং নোভাভ্যাক্সেরটি ৯২টি দেশে সরবরাহ করা হবে।