Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

নওগাঁর সাপাহার ও পোরশায় মডেল মসজিদ উদ্বোধন


সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি | আপডেট: ১৭:৩৬, জুন ১০, ২০২১
 
 
 
 


দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধনের অংশ হিসেবে নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০জুন) সকাল সাড়ে ১০টায় সারা বাংলাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পোরশা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, গণপূর্ত অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী আল মামুন, অতিরীক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, প্রধান ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, ইসলামীক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক আমিন উদ্দিন আহম্মেদ, আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, পোরশা দারুল হেদায়া বড় মাদ্রাসার মোহতামিম আব্দুল্লাহ্ শাহ্ চৌধুরী উপস্থিত ছিলেন। অপরদিকে সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে এসময় সাপাহার উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নওগাঁর সাপাহার ও পোরশা মডেল মসজিদ ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগ ও বাস্তবায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মান কাজ বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর।