Quantcast
  • সোমবার, ১৯ শ্রাবণ ১৪২৭, ০৩ অগাস্ট ২০২০

মধ্যরাতেও জমজমাট ছিল পশুর হাট


সাতকাহন ডেস্ক | আপডেট: ০৮:২৩, জুলাই ৩১, ২০২০
 
 
 
 


দিন পাড় হলেই পবিত্র ঈদ-উল-আয্হা। আর কোরবানির এই ঈদকে কেন্দ্র করে মধ্যরাতেও জমজমাট ছিল  রাজধানীর বিভিন্ন পশুর হাট। সেখানে ক্রেতাদের আনাগোনা যেমন আছে তেমনি বিক্রেতাদের হাঁকডাকেও মুখর। মাইকে চলছে নানা ধরনের নির্দেশনা। আর রাতের অবসরে কোনো কোনো বিক্রেতা সাথীদের নিয়ে তাস খেলায় মেতেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর, আফতাবনগর পশুর হাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। কমলাপুর স্টেডিয়ামের পাশে খোলা জায়গায় বসেছে বিরাট পশুর হাট। সেখানে গরুর পাশাপাাশি ছাগলও বিক্রি হচ্ছে।