Quantcast
  • বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪২৭, ০৯ জুলাই ২০২০

মরদেহ সৎকারে বাধা, প্রশাসনের হস্তক্ষেপে দাহ


সাতকাহন | আপডেট: ১১:৩৩, জুন ১৯, ২০২০
 
 
 
 


বৃহস্পতিবার রণচণ্ডী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের সুরেশ বর্মন (৯৫) বার্ধক্যজনিত রোগে বুধবার রাত ১১টায় নিজ বাড়িতে মারা যান। এরপর স্বজনরা স্থানীয় শ্মশানে তার লাশ দাহের জন্য প্রস্তুতি নিলে জমির মালিকানা দাবি করে তাতে বাধা দেয় উত্তরপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে আজাহার আলী, মোহম্মদ আলীর ছেলে জাহাঙ্গীরসহ তাদের পরিবারের লোকজন।এ সময় বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে এলাকাবাসী থানায় অবহিত করে।পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে লাশ দাহ করা হয়।মৃত সুরেশ বর্মনের ছেলে রুহিদাস চন্দ্র রায় বলেন, তার বাবার লাশ দাহের প্রস্তুতি নিতে গেলে আজাহার আলী ও তাদের লোকজন করোনাভাইরাসে মৃতের গুজব ছড়িয়ে লাশ দাহে বাধা দেয়।মরদেহ দাহের জন্য সাজানো জ্বালানির বাঁশ ও কাঠ ছুড়ে ফেলে দেয়। পরে পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায়র বাবার মরদেহ দাহ করি।”