Quantcast
  • বৃহস্পতিবার, ১৩ কার্তিক ১৪২৭, ২৮ অক্টোবর ২০২০

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬


সাতকাহন ডেস্ক | আপডেট: ১২:৪২, অগাস্ট ২২, ২০২০
 
 
 
 


ময়মনসিংহের ভালুকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী ইমাম পরিবহণের একটি যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-০৭৩৩) সাথে ময়মনসিংহগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-খ-১৫-০১৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয় যাত্রী নিহত হয়। নিহতদের মাঝে একটি শিশু, দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি