Quantcast
  • শনিবার, ৪ বৈশাখ ১৪২৮, ১৭ এপ্রিল ২০২১

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতে মামলা-জরিমানা


সাতকাহন ডেস্ক | আপডেট: ২০:৩৩, এপ্রিল ০৬, ২০২১
 
 
 
 




করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার নগরীর জুবিলিঘাট ও বড়বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত অন্য দোকান খোলা রাখার দায়ে ৩টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। গত সোমবার মাস্ক পরিধান না করা, অকারণে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১১টি মামলায় এক হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম চলমান থাকবে বলে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মহাববুল হোসেন রাজীব জানিয়েছেন। এ ছাড়া লকডাউনের প্রথম দিনে জেলার বিভিন্ন উপজেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিক ভাবে প্রতিপালনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৬৩টি মামলা করে। এসব মামলায় ২ লাখ ১৪ হাজার ৭১৫ টাকা জরিমানা আদায় করা হয়। করোনা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে।