Quantcast
  • রবিবার, ৪ মাঘ ১৪২৭, ১৭ জানুয়ারি ২০২১

সরাইলে বিট পুলিশিং সভা


সাতকাহন ডেস্ক | আপডেট: ২২:৩৬, জানুয়ারি ১২, ২০২১
 
 
 
  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত সোমবার বিকেলে উপজেলা সদর বিআরটিসি সিএনজি স্টেশন মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সরাইল-সার্কেল) মোঃ আনিছুর রহমান, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল থানা কর্মকর্তা ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ,এসআই মোঃ জাকির হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুর প্রমুখ।